ভারতবর্ষে মুদ্রার ক্রমবিকাশ
বিনিময় প্রথার শুরুর প্রথম দিকে দ্রব্যের পরিবর্তে দ্রব্যের বিনিময় হত। কিন্তু তাতে হিসেবের গড়মিল হওয়ার সম্ভাবনাকে চিন্তা করে টাকা-কড়ির উদ্ভব হয়। তখন থেকে শুরুতেই সমুদ্রের কড়ি ছিলো বিনিময়ের মাধ্যম। সে সময় কড়ির হিসেব ছিলো >চার কড়িতে এক গন্ডা >কুড়ি গন্ডায় এক পণ >ষোল পণে এক কাহন >চার কাহনে এক টাকা আর টাকা শব্দটি এসেছে টঙ্ক…