আবাহন
বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারের ৬ তলায় ফুড কর্ণারে পৌঁছে গেছি লিফটের ৫ নাম্বার বাটন চিপে। ফ্লোরের শেষ প্রান্ত ছাদ থেকে মেঝে পর্যন্ত স্বচ্ছ গ্লাসে বাঁধানো। সেখানে লাইন করে সিট বসানো। টেবিলের উপর লেখা “ফর ফোর পারসন্স”। আমি এখন একা, একটু পরেই ইমন আসবে। মোট দু’জন। তবুও ইচ্ছে হলো ও সিটেই বসতে। ওয়েটার এসে জিজ্ঞেস…