কৃচ্ছ্রতার ঋদ্ধতা

কৃচ্ছ্রতার ঋদ্ধতা ———————- জুবায়ের হোসেন চৌধুরী ভরা বাদল বরিষণ সন্ধ্যে ধীর পায়ে তুমি এলে অলস ভাবনারা উঁকি মারে সহসা হৃৎকম্পন ঠেলে। কিছুই বলোনা,তাকিয়ে থাকো অপলক আঁখে হৃদয় মন্দিরে বজ্রের ঝংকার ডাকে। চারিদিকে ঝুম বৃষ্টির পাংশু অমানিশা পাণিপ্রার্থনায় কম্পিত এ কায়া মনে অন্যাশা । চোখে তোমার সহস্র কথা, মনের ভেতর আরও কবি হলে বুঝতাম সবই, এর…

মা

মা জুবায়ের হোসেন চৌধুরী ================== এক বর্ণ,এক অক্ষর,এক শব্দের সিন্ধু। তুমিই দৃষ্টি, তুমিই সৃষ্টি, তুমিই স্রষ্টার ইন্দু। তোমার গন্ধ, তোমায় অন্ধ,তোমাতেই স্তব করি। তুমি বিনে এ সত্তা আমার প্রাণহীনে করী। গর্ভে আমায় ধারণ করে, ধরণীর পিঠে বরণ করে, বঙ্গভূমে চারণ করে, চরণতলে চাদর মেলে, বক্ষে নিয়ে আদর করে, করেছো কি ভুল? অধম আমি এ ধামে,…