কৃচ্ছ্রতার ঋদ্ধতা
কৃচ্ছ্রতার ঋদ্ধতা ———————- জুবায়ের হোসেন চৌধুরী ভরা বাদল বরিষণ সন্ধ্যে ধীর পায়ে তুমি এলে অলস ভাবনারা উঁকি মারে সহসা হৃৎকম্পন ঠেলে। কিছুই বলোনা,তাকিয়ে থাকো অপলক আঁখে হৃদয় মন্দিরে বজ্রের ঝংকার ডাকে। চারিদিকে ঝুম বৃষ্টির পাংশু অমানিশা পাণিপ্রার্থনায় কম্পিত এ কায়া মনে অন্যাশা । চোখে তোমার সহস্র কথা, মনের ভেতর আরও কবি হলে বুঝতাম সবই, এর…