ভারতীয়দের সমুদ্রযাত্রা, ঐতিহ্য, বাস্তবতা ও ধর্ম (পর্ব -১)

লঙ্কাজয়ী রামচন্দ্র দেবতা ছিলেন কিন্তু বাঙালি ছিলেন না। তবে বাঙালি নৃপতি বিজয়সিংহের সিংহল বিজয়ের কাহিনী আমাদের জানা। ইতিহাসের তথ্য প্রমাণ বলে, প্রাচীন ও মধ্যযুগে বাঙালিদের সমুদ্রপাড়ি দেওয়া উল্লেখ করার মতই। তবে ষোল শতক থেকে পর্তুগীজ জলদস্যুদের হামলা উপমহাদেশীয়দের সমুদ্রপাড়ি দিতে বিরত রেখেছিলো। এর মাঝে প্রচলিত হতে থাকে ধর্মীয় নিষেধাজ্ঞা। তবে সকল ভয় ভীতি, অনুশাসন, বিধিনিষেধ…