ভাগ্য নির্ধারণে হুবলের তীর নিক্ষেপণ
ইসলাম আবির্ভাবের পূর্ববর্তী যুগকে ‘আইয়ামে জাহিলিয়াহ’ বা ‘ অজ্ঞতার যুগ’ বা ‘বর্বরতার যুগ’ বলা হতো। এ যুগের মানুষদের জন্য ছিলো না কোন পয়গম্বর বা ধর্মগ্রন্থ। সুনির্দিষ্ট নেতৃত্বের অভাবের কারণেই গোত্রে গোত্রে কলহ-বিবাদে জড়িয়ে পড়তো। এমনই এক বিবাদে রাগের মাথায় নবীজী (সঃ) এর দাদা আবু মুত্তালিব বিন হাশিম শপথ করেছিলেন তাঁর স্নেহের পুত্র আবদুল্লাহ প্রাপ্তবয়স্ক হলে…