Boss এর সাথে যে আচরণগুলো ভুলেও করবেন না
=======================================
১. ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়আশয়, সমস্যাগুলো শেয়ার করা উচিত না।নিজের দুর্বলতা জানতে দেবেন না কাউকেই। Boss এবং সহকর্মীরা কিন্তু আপনার মানসিক প্রশান্তি লেভেল নানাভাবে পরীক্ষা-নিরীক্ষা করবেন।
আপনাকে যাচাই করা হবে কারণ Boss একজন প্রশান্ত কর্মীর হাতেই নিশ্চিন্তে দায়িত্ব দিতে চান।
২. Boss এবং সহকর্মীদের ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বন্ধু বানানো বুদ্ধিমানের কাজ না। হতে পারে আপনি ফেসবুকে লেখালেখি করেন। Boss রা সাধারণত subordinate দের extra curricular activities এ বেশ উৎসাহ দিয়ে থাকেন, কিন্তু পছন্দ করেন না। কারণ Boss চাইবেন আপনার প্রতিটি শ্রম,মেধা,সময় আপনি ডেডিকেটেডলি তার প্রতিষ্ঠানে ব্যয় করেন। শেষমেশ এ extra curricular activities এর জন্য আপনার কাপালে অমনোযোগী কর্মীর তাকমাই লেগে যাবে।
৩. প্রফেশনাল লাইফে অনুমান নির্ভর কাজ করা যাবে না। “#আমি_ভেবেছিলাম_বা_মনে_করেছিলাম_কাজটি_এভাবে_করতে_হবে” এ বাক্য যদি আপনি প্রত্যহজীবনে ব্যবহার করে থাকেন তবে আজই সতর্ক হয়ে যান। Boss রা এ কথা খুবই অপছন্দ করেন।
কাজের দিক নির্দেশনা সুস্পষ্টভাবে বুঝে নিয়ে তারপর কাজ করা উচিত।
৪. Boss কে কখনো underestimate বা অবমূল্যায়ন করা যাবে না। আপনার কাছে তাকে আহাম্মক আর বেকুব মনে হতে পারে। তবে আপনাকে মনে রাখতে হবে উনি অযথাই এ পদ অধিষ্ঠান করেননি। একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা অর্জন করেই তিনি এ পর্যায়ে এসেছেন। তাই যতদূর সম্ভব তার বিচক্ষণ গুণাবলিগুলো নিজের আয়ত্বে আনার চেষ্টা করুন।
৫. যতদূর সম্ভব কথা কম বলুন, এমনকি সহকর্মীদের সাথেও।Boss রা To the point কথা শুনতে চান। দেখা যায়,অতিরিক্ত কথার ভীড়ে মূল কথাটিই focused হয় না।
৬. কথায় কথায় নিজেকে জাহির করা যাবে না। সব কাজের কাজীর ঢাক-ঢোল আসলে কেউই গ্রহণ করতে চান না। বরঞ্চ উপহাসের পাত্রে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। সময় বিবেচনায় আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে কখন আপনার জ্ঞান প্রদর্শন করা উচিত।
৭. আপনাকে প্রোমোশন না দিয়ে কেন অন্যকে প্রোমোশন দেওয়া হলো তা নিয়ে ভুল করেও প্রশ্ন বা আক্ষেপ প্রকাশ করা যাবে না। Boss এর রাজত্বে উনি কাকে পুরস্কৃত করবেন তা ওনার সিদ্ধান্ত। যদি মনে করে থাকেন Boss এর সিদ্ধান্তে পক্ষপাতিত্ব ছিলো, তবে বিশ্বাস করুন স্রষ্টা ছাড়া আর কেউই নিরপেক্ষ নন। আজ আপনার সাথে অন্যায় করা হলে, কাল প্রকৃতি তার নিয়মেই আমাকে সমৃদ্ধ করে দেবে। কর্মী হিসেবে আপনার একমাত্র ধর্ম হওয়া উচিত কোন কিছু আশা না করেই বিশ্বস্ততার সাথে নীরবে কাজ করে যাওয়া।
~~~~~~~~~~~~~~~~~~~~
লেখক: শাহরীন চৌধুরী