Black Friday কি ?
==============
Black Friday কি তা জানার আগে আপনাকে জানতে হবে Thanks Giving Day কি ?
Thanks Giving Day হচ্ছে একটি উৎসব যার উৎপত্তি হয় আমেরিকাতে। প্রত্যেক বছর নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার কে বলা হয় Thanks Giving Day। এই দিন আমেরিকাতে অফিস ছুটি থাকে। এই দিন তারা একে অন্যকে নিজ নিজ বাসায় আমন্ত্রন করে এবং পার্টি করে।
Thanks Giving Day এর পরের দিন হচ্ছে শুক্রবার। এই দিন থেকে তারা তাদের ধর্মীয় উৎসব ক্রিসমাস ডে এর জন্য কেনাকাটা শুরু করে।
Black Friday শব্দটি এসেছে আমেরিকার Philadelphia নামক জায়গা থেকে। ১৯৬১ সালে Thanks Giving Day এর পরের দিন শুক্রবার যখন সবাই কেনাকাটা করতে বের হয় তখন অতিরিক্ত ক্রেতা দেখে Philadelphia এর খুচরা এবং পাইকারি ব্যাবসায়ীরা তাদের পন্য গুলোতে বেশি বেশি ডিস্কাউন্ট দেওয়া শুরু করে।
ডিস্কাউন্টের পরিমান ৫০%, ৬০%, ৭০% আবার অনেকে ৯৮% পর্যন্ত দিয়ে থাকে। ফলে দেখা যায় তাদের পুরো বছরের সমস্ত লস এই ৩-৪ দিনেই উঠে আসে। অতিরিক্ত ভিড়ের কারনে ওইদিন লোকজনদের নিরাপত্তা সামাল দিতে Philadelphia এর পুলিশদের হিমশিম খেতে হচ্ছিল। তখন তারা এই দিনকে Black Friday হিসেবে নাম দেয়।
১৯৬১ থেকে ১৯৮০ পর্যন্ত এই নামটি আমেরিকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। ১৯৮০ এর পর ইন্টারনেট এর ব্যবহার বৃদ্ধি পেতে থাকলে বিভিন্ন অনলাইন শপ এই Black Friday পালন করা শুরু করে।
Black Friday এর পরের দুই দিন শনি ও রবিবার। তার পরের দিন সোমবারকে বলা হয় Cyber Monday। এই দিন সবার অফিস খোলা থাকে। এই দিন বিশেষ করে অনলাইন শপ গুলোতে বেশি ডিস্কাউন্ট দেওয়া হয়, যাতে সবাই অফিসে বসে অনলাইনে কেনাকাটা করে। এই দিনও আমেরিকাতে প্রচুর পন্য বিক্রি হয়।
২০১৪ সালের Black Friday উৎসব এর ৪ দিনে টোটাল ৫০ বিলিয়ন ডলার এর পন্য বিক্রি হয়।
আজকে ২০২০ সালের Thanks Giving Day এবং আগামীকাল হচ্ছে Black Friday.
~~~~~~~~~~~~~
Writer: Johurul Islam Jewel