মা

মা
জুবায়ের হোসেন চৌধুরী
==================

এক বর্ণ,এক অক্ষর,এক শব্দের সিন্ধু।
তুমিই দৃষ্টি, তুমিই সৃষ্টি, তুমিই স্রষ্টার ইন্দু।
তোমার গন্ধ, তোমায় অন্ধ,তোমাতেই স্তব করি।
তুমি বিনে এ সত্তা আমার প্রাণহীনে করী।

গর্ভে আমায় ধারণ করে, ধরণীর পিঠে বরণ করে,
বঙ্গভূমে চারণ করে, চরণতলে চাদর মেলে,
বক্ষে নিয়ে আদর করে,
করেছো কি ভুল?

অধম আমি এ ধামে, প্রণাম নাহি তোমার নামে
ন ভক্তি করি আমি অভক্তিরও বেশে,
তাইতো আমায় ভোগায় বিবেক
সতত সবিশেষে।

এই পৃথিবীর রঙিন খাতায়,
আঁকিয়ে তুমি পাতায় পাতায়,
ছড়িয়ে দিলে সপ্তধনু সন্তরিনির ঘটে
আমায় আমি খুঁজে ফিরি তোমার আঁকা পটে।

সারাটি জনম কষ্টে তোমার নষ্ট হলো শ্বাস,
তুমিই দিলে মন্ত্রসুধা পেলেম আমি আশ।
স্বর্গ সেতো সমেত সুদূর শূন্যে সদনতল।
ওসব কিছু চাওয়ার আগে, চাইযে চরণতল।

রচনার স্থান, কাল:
কুষ্টিয়া
১৭/০৫/২০২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *