Marilyn Monroe র প্রতি আমেরিকাবাসীর ভালোবাসা

রসিক কী আর অত শিল্প বোঝে?

বৃষ্টির দিন! ছাতা নেই তো!

ওমনি Monroe এর তলে

 

আমেরিকার ইতিহাসে রূপালি পর্দার সবচেয়ে আবেদনময়ী নায়িকা Marilyn Monroe র প্রতি আমেরিকাবাসীর ভালোবাসা ও সম্মান প্রদর্শন স্বরূপ এ ভাস্কর্য নির্মাণ করা হয় ২০১১ সালে।

নকশাকার সিওয়ারড জনসন এর নকশায় স্কাল্পচার ফাউন্ডেশন এ ভাস্কর্য নির্মাণে দায়িত্বে ছিল।

এ ক্ষেত্রে ১৯৫৫ সালে Monroe এর বিখ্যাত মুভি The Seven Year Itch এর আকর্ষণীয় একটি ভঙ্গিমা মনোনীত করা হয়।

২৬ ফুট উচ্চতা ও ১৫০০০ কেজি ওজনের ভাস্কর্যের সৌন্দর্য নিয়ে শিকাগোবাসী কতটুকু সচেতন তা বোঝা না গেলেও এর উপযোগিতা নিয়ে যে সন্তুষ্ট তা বোঝা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *