ভারতীয়দের সমুদ্রযাত্রা : ঐতিহ্য, বাস্তবতা ও ধর্ম (পর্ব- ২)

মানুষ নয়, টাওয়ার অব লন্ডনে জায়গা পেলো মীর জাফরের স্যায়গুশ

ঐতিহাসিক মাইকেল ফিশার ভারতীয় ইংল্যান্ডে আগমনের উপর ব্যাপক গবেষণা করেন।

মীর জাফরের সাথে লর্ড ক্লাইভের সখ্যতা প্রথম থেকেই গড়ে উঠেছিলো। ক্লাইভকে খুশি করার জন্য মীর জাফর তাকে “স্যায়গুশ” উপহার দিয়েছিলেন। স্যায়গুশ হলো মধ্য- এশিয়ার খুব হিংস্র একটি বন বিড়াল।

ক্লাইভ আবার রাজা দ্বিতীয় জর্জের এক মন্ত্রীকে সেটি উপহার হিসেবে পাঠাতে চান।

স্যায়গুশকে পোষ মানানো ছিলো এক দুরহ কাজ।

তবে আবদুল্লাহ ছাড়া আর কেউ তাকে সামলাতে পারতেন না।

কাজেই মীর জাফরের বিশ্বস্ত কর্মচারী আব্দুল্লাহ একাধিক ভৃত্য নিয়ে লন্ডনে পৌঁছান ১৭৫৯ সালে।

স্যায়গুশের শেষ পর্যন্ত জায়গা হয় রাজার দুর্গ – ‘টাওয়ার অব লন্ডনে’

আবদুল্লাহ ১৭৬৪ সালে আবারও লন্ডনে এসেছিলেন মাদ্রাজের গভর্নরের দেওয়া চিতাবাঘ নিয়ে। এছাড়া সময় বিরতিতে একাধিকবার হাতি নিয়েও আসা হয়েছিলো তাঁর।

~~~~~~~~~~~~~~~~~~~~

Reference
বই : কালাপানির হাতছানি
লেখক: গোলাম মুর্শিদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *