দায়বদ্ধতা

১৮৪৫ সালের মার্চে যখন দ্বিতীয়বারের মত ইংল্যান্ডের উদ্দেশে কোলকাতা ত্যাগ করেন তখনও কেউ জানতো না কতখানি দায়বদ্ধতাকে সঙ্গী করে নিয়েছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।

রাজা রাম মোহন রায় সমাধিস্থ হয়েছিলেন শহরের বাইরে স্টেপলটনে। দ্বারকানাথ ঠাকুর সেখান থেকে ব্রিস্টল শহরের ভেতর “Arnos Vale Cemetery” তে ঘনিষ্ঠ বন্ধুকে সমাহিত করার ব্যবস্থা করেন।

তিনি নকশাকার উইলিয়াম প্রিন্সের উপর দায়িত্ব দেন রাজা রামমোহন রায়ের সমাধির উপর একটি ছত্রী নির্মাণের যা বাঙালিয়ানা বহন করবে। সমাধির উপর সমাধিলিপিও তাঁর উদ্যোগে তৈরি করা হয়।

~~~~~~~~~~~~~~~~~~~~~

Reference
বই : কালাপানির হাতছানি
লেখক: গোলাম মুর্শিদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *